পৌষের পর মাঘেও চুয়াডাঙ্গায় কনকনে ঠান্ডা বিরাজ করছে। তাপমাত্রা ওঠা-নামা করলেও কমছে না শীত। টানা মৃদু শৈত্যপ্রবাহের পর এবার শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
জানা গেছে, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। তবে সূর্যের দেখা মেলায় কিছুটা কমেছে কুয়াশার দাপট। কিন্তু কমেনি শীতের তীব্রতা। হিম শীতল বাতাসে শীতের তীব্রতা জানান দিচ্ছে কয়েকগুণ বেশি। প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না মানুষ।